শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই বিশ্বাসকে ধারণ করেই আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত রয়েছেন। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিদ্যালয় সর্বদা সচেষ্ট। অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় আমাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করেছে। ভবিষ্যতেও আমরা একটি আদর্শ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক বিদ্যালয় হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। পরিশেষে, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদান্তে সভাপতি বিদ্যালয়ের নাম..